৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | রবিবার | ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নিরসনে সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার :
আসন্ন ঈদ-উল ফিতল উপলক্ষে ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নিরসনে গৃহীত ট্রাফিক ব্যবস্থা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল সড়ক ও জনপথ অধিদপ্তরের সিনথিয়া আজমিরী খান, যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, বাস কোচ মিনিবাস মালিক সমিতির সাবেক মহাসচিব খন্দকার ইকবাল হোসেন প্রমুখ।

সভায় জানানো হয়- ঈদযাত্রায় জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপথ এবং বিবিএ’র রেকারগুলো সচল রাখতে হবে। ফোরলেন কর্তৃপক্ষ এবং সড়ক বিভাগের এসকেভেটর, ক্রেইন সচল রাখাসহ সড়ক মেইনটেনেন্স টিম সার্বক্ষণিক রাখতে হবে। ঈদের ৭ দিন আগে মহাসড়ক থেকে রাস্তা মেরামতের ভারী যানবাহন সরিয়ে নিতে হবে, কোন ক্রমে রাস্তার পাশে রাখা যাবে না। যমুনা সেতুর ওজন স্কেলে দৃশ্যমান খালি ট্রাক বাসের লেনে পার করতে হবে, যাতে ট্রাকের সারি দীর্ঘ না হয়। টোল প্লাজার সকল বুথ চালুসহ অতিরিক্ত লেনের ব্যবস্থা করতে হবে। যমুনা সেতু গোল চত্তর থেকে ভূঞাপুর গামী রাস্তায় ঈদের ৭ দিন আগে ও ৭ দিন পর পর্যন্ত বালু বাহী ট্রাক চলাচল বন্ধ রাখতে হবে। পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন ও খাবার হোটেলের সামনে বাঁশ বেঁধে আটকিয়ে দেওয়া প্রয়োজন।

সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের সিনথিয়া আজমিরী খান বলেন, মহাসড়কে ঈদযাত্রায় কম বেশি যানজট হবে। আমাদের দ্রুতই যানজট নিরসনে চেষ্টা করতে হবে। গার্মেন্সের ছুটি দিলে মহাসড়কে আরো চাপ বাড়বে। কাজেই সবাইকে যারযার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ঈদযাত্রায় যমুনা সেতু দিয়ে সার্বক্ষণিক টোল চালু রাখার চেষ্টা করা হবে। এবার সেতুর দুই প্রান্তে ৯টি করে বুথ দিয়ে যানবাহন পারাপার হবে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য ২টি করে আলাদা বুথ থাকবে।
তিনি আরো বলেন, সাধরণরত প্রতিদিন যমুনা সেতু দিয়ে গড়ে ২০ থেকে ২১ হাজার যানবাহন পারাপার হয়। ঈদযাত্রায় তা বেড়ে দ্বিগুন কিংবা তার বেশি যানবাহন পারাপার হয়।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, যানজট নিরসনে বিভিন্ন প্রদক্ষেপ নেয়া হয়েছে। আগামী ২৫ মার্চ থেকে মহাসড়কে পুলিশ যানজট নিরসনে কাজ করছেন। ঈদের পরেও ৭ দিন পুলিশ কাজ করবে। জেলা পুলিশের সাথে হাইওয়ে পুলিশ সমন্বয় করে কাজ করবে।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিবিএ কর্তপক্ষ, সড়ক ও মহাসড়ক সংশ্লিষ্ট্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

|