৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | রবিবার | ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘিওরে সাবেক ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ

মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু আহমেদ হত্যার ঘটনায় উত্তপ্ত উপজেলা সদর। এর প্রতিবাদে গতকাল সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে স্থানীয় লোকজন। হরতালে শহরের সব দোকানপাট বন্ধ ছিল। অপরাধীদের শাস্তির দাবিতে দফায় দফায় বিক্ষোভ হয়েছে। ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে কয়েকজনের বাড়িঘরে। হামলায় নিরীহ কয়েকজনের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গতকাল সন্ধ্যা নাগাদ উত্তপ্ত পরিস্থিতি চলছিল। স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, গত ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আগে যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, তাদের অনেকেই বিএনপি’র সঙ্গে মিশে ঘটনাটি ঘটিয়েছে। লাভলুর মরদেহ ময়নাতদন্ত শেষে মানিকগঞ্জ থেকে ঘিওরে আনার পরপর উপজেলা মোড়ে বিক্ষুব্ধরা কয়েকটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ করে। এ সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান কুদরত ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানি হরতালের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনার একদিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মূলত এর প্রতিবাদেই নিহতের গ্রামের বাড়ি কুস্তা এলাকাবাসীর পক্ষ থেকে আসামিদের গ্রেপ্তারের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি দেয়া হয়েছে। বিকাল সাড়ে ৪টায় কুস্তা সামাজিক কবরস্থানে নিহতের মরদেহ দাফন করা হয়েছে। এ সময় জেলা-উপজেলা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

|