৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | সোমবার | ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী’তে দুর্নীতি বিরোধী শপথ

ধনবাড়ী প্রতিনিধি :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী’তে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করিয়েছেন-বিএনপি নেতা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে: কর্ণেল আসাদুল ইসলাম আজাদ।

তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভাসহ মধুপুর উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত সকল বিএনপি নেতা ও কর্মীদের কে এ শপথ বাক্য পাঠ করান।

মধুপুরের মির্জাবাড়ীতে বিএনপি নেতা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্ণেল আসাদুল ইসলাম আজাদ এর দলীয় কার্যালয়ে জাতীয় ও শোক পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির কর্মসূচির শুরু করা হয়।

পতাকা উত্তোলন করেন বিএনপি নেতা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে: কর্ণেল আসাদুল ইসলাম আজাদ।

এছাড়া মধুপুর-ধনবাড়ী উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে দিনভর চলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, স্মরণ সভা ও মাদ্রাসার এতিম ছাত্র, ভ্যান রিক্সা চালক,সিএনজি চালক সহ দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করেন তিনি।

এসব অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, আশরাফুল ইসলাম মাসুদ,মধুপুর উপজেলা বিএনপি’র মৎস্য বিষয়ক সম্পাদক নূরুল আলম, মধুপুর কুলি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাল উদ্দিন,মধুপুর পৌর বিএনপি নেতা মিজানুর রহমান, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাবেক নেতা মঞ্জু ফকির, সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ ও আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

|