
টাঙ্গাইলের ধনবাড়ীতে সন্ত্রাসী হামলায় বাড়ীঘর ভাংচুর
ধনবাড়ী প্রতিনিধি :
টাঙ্গাইলের ধনবাড়ীতে আইন অমান্য করে আদালতের ১৪৪ ধারা জারিকৃত জমিতে জোর পূর্বক ধান রোপন করা কে কেন্দ্র করে বাড়ী ঘরে সন্ত্রাসী হামলায় ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এঘটনায় বিচার চেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও ধনবাড়ী থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছে ভোক্তভোগী পরিবার। গতকাল ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের ধোপাখালী গ্রামে এঘটনা ঘটে।
অভিযোগকারী আব্দুল হালিম ও তার পরিবার জানায়, তাদের জমিতে প্রতিবেশী বিএনপি নেতা বেলায়েত মেম্বার জোর পূর্বক ধান রোপন করতে গেলে বাঁধা প্রধান করলে তারা আব্দুল হালিমের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট কওে কয়েকজনকে পিটিয়ে আহত করে।
বর্তমানে বেলায়েত মেম্বারের লোকজনের হুমকিতে হালিম ও তার পরিবারের লোকজন প্রাণের ভয়ে বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযুক্ত সকলের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছেন ভোক্তভোগী পরিবার।