৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | রবিবার | ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
ভাষা শহীদদের স্বরণে

টাঙ্গাইলের সখিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে সাড়ে তিন হাজার রোগী চিকিৎসা পেল

স্টাফ রিপোর্টার :
প্রতি বছরের মত এবারও ভাষা শহীদদের স্বরণে টাঙ্গাইলের সখিপুরে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প।

শুক্রবার সখিপুর উপজেলার হাতিবান্ধা গ্রামে তালিমঘরে দিনব্যাপী বিনামূল্যে এ চিকিৎসা সেবার আয়োজন করে কিডনি এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)। সখিপুর ছাড়াও আশপাশের উপজেলার প্রায় সাড়ে তিন হাজার রোগীর মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ ডাক্তাররা। এছাড়াও রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ ও প্রায় তিনশ’ রোগীকে চোখের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্যে প্রাথমিকভাবে বাছাই করে আয়োজকরা।

দিনব্যাপী বিনামুল্যে চিকিৎসা সেবা উপলক্ষে সেখানে “সাস্থ্য সুরক্ষায় সুস্থ জীবনধারা” শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্যাম্পস-এর সভাপতি ও বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এ সামাদ বলেন, বাংলাদেশে প্রায় তিন কোটি ৮০ লক্ষ লোক কোন না কোন ভাবে কিডনি রোগে আক্রান্ত। কিডনি রোগে আক্রান্ত হয়ে প্রতি ঘন্টায় পাঁচজন লোক মৃত্যুবরণ করছে। সাধারণত ৭৫ ভাগ কিডনি নষ্ট হওয়ার আগে রোগীরা বুঝতেই পারেনা যে সে কিডনি রোগে আক্রান্ত।

অধ্যাপক ডাঃ এম এ সামাদের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শওকত আলী খান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ আলতাফ-উল-আলম, সাবেক অতিরিক্তি সচিব খোন্দকার মোস্তান হোসেন, প্রশিকা চেয়ারম্যান মিজ রোকেয়া ইসলাম, সাবেক যুগ্ম সচিব সানাউল হক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ আওলাদ হোসেন, সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল রনী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রুহুল আমিন মুকুল সহ বরেণ্য ব্যক্তিবর্গ ।

গত প্রায় দুইযুগ ধরে হাতিবান্ধা গ্রামে ক্যাম্পস ২১ ফেব্রুয়ারী ভাষা শহীদদের স্বরণে দুস্থ ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসার আয়োজন করে আসছে। দিনব্যাপী এ আয়োজনে স্থানীয়রা বিভিন্ন পসরা সাজিয়ে মেলার আয়োজন করে থাকে।

|