২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | শনিবার | ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে কৃষি উদ্ভাবন, প্রযুক্তি ও উদ্যোক্তা মেলা

স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেছে জেলা প্রশাসক। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলা চলবো তিনদিন। মেলা ঘিরে কৃষি উদ্যোক্তাদের মাঝে বিরাজ করছে আনন্দ।

কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়র সামনে জনসেবা চত্বরে এ কৃষি মেলা শুরু হয়। চলবে টানা তিনদিন। মেলায় পশরা সাজিয়ে রেখেছে কৃষি উপকরণ সমূহ।
জেলা কৃষি কর্মকর্তা আশেক পারভেজ এর সভাপতিত্বে মেলা উদ্ধোধন করেন জেলা প্রশাসক শরীফা হক । এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন ও জেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ।

|