
টাঙ্গাইলে তেল জাতীয় ফসলের কৃষক প্রশিক্ষণ
ভুঞাপুর প্রতিনিধি :
তেল জাতীয় ফসলের উন্নত জাত ও উৎপাদন কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের টাঙ্গাইল সরেজমিন গবেষণা বিভাগ ভূঞাপুরের মাটিকাটা এলাকায়
এ প্রশিক্ষণ কর্মসুচির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোঃ মনিরুল ইসলাম। টাঙ্গাইল সরেজমিন গবেষণা বিভাগের ইনচার্জ উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশিকুর রহমানের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন তৈলবীজ গবেষণা কেন্দ্রে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম উদ্দিন, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ হারুন অর রশিদসহ অন্যরা।
টাঙ্গাইলের যমুনার চরে তৈল জাতীয় ফসল উৎপাদনের গুরুত্ব ও উপযোগিতা যাচাই করতে তারা চরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।