৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | রবিবার | ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে প্রায় ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

স্টাফ রিপোর্টার :
জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে সাংবাদিকদের অংশগ্রহণে জেলা পর্যায়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের বাস্তবায়নে টাঙ্গাইল সিভিল সার্জনের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল সিভিল সার্জন জানান, আগামী ১৫ মার্চ টাঙ্গাইলে ৪ লাখ ৯৩ হাজার ৭০০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল।
অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আ: লতিফ মোল্লা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আজিজুল হক, মেডিকেল অফিসার ডা. আবু জাফরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন- আগামী ১৫ মার্চ ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৬ হাজার ১৪৯ শিশুকে নীল রঙের ক্যাপসুল, ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী (১-৫ বছর) ৪ লাখ ৩৭ হাজার ৫৫১ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ বছর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়ন করতে জেলায় সর্বমোট ৩ হাজার ১০ টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

|