৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | সোমবার | ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে বিশ^ তামাক মুক্ত দিবস পালিত

বাসাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের বাসাইলে বিশ^ তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

সকালে বাসাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও জাতীয় যক্ষ ানিরোধ সমিতি (নাটাব) যৌথভাবে এ কর্মসুচির আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্দ নেয়ামতউল্ল্যাহ। বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান, নাটাবের সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী খান, স্বরণীর নির্বাহী পরিচালক মঞ্জুরানী প্রামাণিকসহ অন্যরা। পরে একটি র‌্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

|