৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | রবিবার | ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে ৫ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থী ও ইণ্টার্ন চিকিৎসকদের শার্ট ডাউন

স্টাফ রিপোর্টার :
ম্যাটস শিক্ষার্থীদের অযৌক্তিক দাবির বিরুদ্ধে ও ৫ দফা দাবিতে শার্ট ডাউন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল মেডিকেল কলেজ শিক্ষার্থীর ও ইণ্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার সকাল থেকে টাঙ্গাইল মেডিকেল কলেজ চত্বর থেকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ বিক্ষোভ করে তারা। আন্দোলনরত চিকিৎসকরা জানান, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মেডিকেলে ম্যাটস শিক্ষার্থীদের চিকিৎসক পদবি ব্যবহার নিয়ে আন্দোলন সংগ্রাম করে এলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না। মেডিকেলের শিক্ষার্থীরা অনেক কষ্ট করে পড়াশোনা করে, কিন্তু এসএসসি পাস করে ম্যাটসের শিক্ষার্থীরা চিকিৎসক সেজে বসে রয়েছে। এসব নৈরাজ্য বন্ধ করতে হবে।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো- এমবিবিএস/বিডিএস ব্যতীত কেউ চিকিৎসক লিখতে পারবে না। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। উন্নত বিশ্বের চিকিৎসাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওভার দ্যা কাউন্টার বা ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। এমবিবিএস বা বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি লিস্টের বাইরের ওষুধ প্রেসক্রাইব করতে পারবে না।
স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে সব শূন্য পদ পূরণ করতে হবে। সব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করতে হবে এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

|