
টাঙ্গাইল পৃথক সড়ক দুর্ঘটনায় পিকআপ চালকসহ দুই জন নিহত
স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইল দেলদুয়ারে পৃথক সড়ক দুর্ঘটনায় পিকআপ চালকসহ দুই জন নিহত হয়েছেন। বুধবার উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এবং পাথরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার বৃকুষ্টিয়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে
পিকআপ চালক রাশেদ (৩৪) এবং টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের পাথরাইল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সাইকেল মিস্ত্রি বেল্লাল হোসেন (৬০)।
বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পিকআপ অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক রাশেদ মারা যায়।
অপরদিকে বুধবার সকাল ৯টার দিকে উপজেলার পাথরাইল এলাকায় ট্রাকের ধাক্কায় সাইকেল মিস্ত্রি
বেল্লাল হোসেন নিহত হয়। এ ঘটনায় স্থানীয়রা ট্রাক চালক এবং হেলপারকে আটক করে।
দেলদুয়ার থানার ওসি শোয়েব খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।