৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | রবিবার | ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
নবনির্বাচিত কার্যকরি পরিষদের পরিচিত সভা

টাঙ্গাইল প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যকরী পরিষদের পরিচিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে প্রেসক্লাবের ভিআইপি কনভেনশন সেন্টারে এ সভার আয়োজন করা হয়। এ সময় শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতের আমীর আহসনা হাবীব মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক শিহাব রায়হান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আজাদ খান ভাসানী, জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক আল আমিন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বিথী প্রমুখ।

এছাড়াও ইফতার মাহফিলে টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও তাদের পরিবারবর্গ।

|