৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | রবিবার | ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাগরপুরে তুলা গবেষণা উন্নয়ন কৃষক মাঠ দিবস

টাঙ্গাইল প্রতিনিধি। টাঙ্গাইল নাগরপুরে তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পর অর্থায়নে তুলাচাষ সম্প্রসারণ ও কৃষক উদ্বুদ্ধকরণে মাঠ দিবস অনুষ্ঠিত। আজ বিকেলে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের নাট মন্দির প্রাঙ্গনে তুলা উন্নয়ন বোর্ড ঢাকা জোন আয়োজনে ও বাস্তবায়নে পাকুটিয়া, লাউহাটী, নাগরপাড়া তিন ইউনিটকে নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। তুলা উন্নয়ন বোর্ড ঢাকা আঞ্চলিক কার্যালয় উপ-পরিচালক মো. কুতুব উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা তুলা উন্নয়ন বোর্ড নির্বাহী পরিচালক ড. মো. ফখরে আলম ইবনে তাবিব। আরো বক্তব্য রাখেন ঢাকা জোন প্রধান তুলা উন্নয়ন বোর্ড কর্মকর্তা এস. এম আব্দুল বাতেন, কটন ইউনিট অফিসার পাকুটিয়া ইউনিট ঢাকা জোন এনায়েত হোসেনসহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

|