১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার | ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
“প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি”

টাঙ্গাইলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও রেইজ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
“প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি” এই ম্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও রেইজ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও ওয়েল ফেয়ার সেন্টার, টাঙ্গাইল এই সেমিনারের আয়োজন করেন। টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রলালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর অর্থ ও কল্যাণ পরিচালক যুগ্ম-সচিব মোঃ গিয়াস উদ্দিন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্তি জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সঞ্জয় কুমার মহন্ত।
সেমিনারে বক্তব্য রাখেন টাঙ্গাইল ওয়েল ফেয়ার সেন্টারের সহকারী পরিচালক কাজী ফারুক আহমেদ, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ রাশেদুল ইসলাম, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংক, টাঙ্গাইল জেলা শাখার ব্যবস্থাপক প্রনব কুমার, সদর উপজেলা সমাজ সেবা অফিসার সৌরভ সরকার, ওয়েল ফেয়ার সেন্টার, টাঙ্গাইলের কাউন্সিলর মোঃ আইয়ুব আলী, ব্র্যাক এর সমন্বয়কারী হাসান মাহমুদ, সমাজ সেবা সংগঠনের প্রতিনিধি আমির হোসেন বাবু সহ অনেকে।
এছাড়া সেমিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি , বিভিন্ন এলাকার বিদেশ ফেরত অভিবাসী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা ংশগ্রহণ করেন।
সেমিনারে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও রেইজ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ, নিরাপদ অভিবাসন, বিদেশ ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যদের অর্থনৈতিক সহনশীলতা, টেকসই পুনঃএকত্রীকরণ ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সংহতি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্য়ায়ে ওয়েল ফেয়ার সেন্টার এর কার্যক্রম উপস্থাপন করা হয় এবং সেমিনারে উপস্থিত বিভিন্নজনের মতামত এবং সুপারিশ গ্রহণ করা হয়।

|