১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে

 টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে টাঙ্গাইলে জেলার সর্বস্তরের ছাত্র-জনতা অংশ নেন। সোমবার সকাল থেকেই টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ জনতা দলে দলে জমায়েত হতে থাকে। পরে সকাল সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে মিছিলটি টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে এসে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে গাজায় ইসরাইলি দখলদার বাহিনীর হামলা, নির্মম হত্যাযজ্ঞ ও মানবিক বিপর্যয় ঘটনার প্রতিবাদে ইসরাইল বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার প্রদর্শন করা হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে অবিলম্বে হামলা, হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য জাতিসংঘসহ বিশ্ববাসির প্রতি উদাত্ত আহবান জানানো হয়। সেই সাথে ইসরাইলের সকল পণ্য বর্জন করার আহ্বান জানানো হয়।

|