
টাঙ্গাইলে বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের ফুটবল চ্যাম্পিয়নশীপের জার্সি ও ট্রফি উন্মোচন
স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলে বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের (বিএফসি) ফুটবল চ্যাম্পিয়নশীপের জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়েছে।
বুধবার (১১ জুন) রাতে টাঙ্গাইল পৌর উদ্যানে জমকালো সাংস্কৃতিক ও আলোচনা সভার মধ্য দিয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন বিএফসির চেয়ারম্যান ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হাসান মালা।
আলোচনা সভার শুরুতে জার্সি উন্মোচন ও ট্রফি উন্মোচন করেন অতিথিরা। পরে বিবেকানন্দ স্কুলের শিক্ষার্থী, টাঙ্গাইল ক্লাব রোড ব্যান্ড ও জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ সঙ্গীত পরিবেশন করে।