
র্যাব এর অভিযানে যমুনা সেতু পশ্চিম থানা এলাকা হতে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিকনির্দেশনায়এবং র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায়গত২৯ জুন ২০২৫ খ্রিঃ,দুপুর ১৩.৩৫ ঘটিকায়র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকসআভিযানিক দল“সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন নলকা ব্রিজস্থ পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড এর প্রধান কার্যালয়ের সামনে ঢাকা হতে বগুড়াগামী মহাসড়কের উপর”একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে১৬ কেজিগাঁজাসহ ০১জনমাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।এছাড়াও তার সাথে থাকা নগদ ১৬০০/- টাকা জব্দ করা হয়।
২। গ্রেফতারকৃত আসামি১। মোঃ মোরশেদ আলম (৪০), পিতা- মোঃ শাহ আলম, মাতা- মোছাঃ মাহফুজা বেগম, সাং- টাকুই (রহমতপুর), থানা-ব্রাহ্মণপাড়া , জেলা- কুমিল্লা।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয়মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রাখিয়া দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করিয়া আসছিল।
৪। গ্রেফতারকৃত আসামিরবিরুদ্ধে যমুনা সেতু পশ্চিমথানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।