৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার | ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

র‌্যাব অভিযানে ডাকাতি মামলার ২ জন আসামি গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি :
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গত ০৩ অক্টোবর ২০২৫ তারিখ সিরাজগঞ্জে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে ডাকাতি করা হচ্ছে, এমন একটা ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে ২০-৩০ বছর বয়সী ১৪-১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে একটি প্রাইভেটকার থামিয়ে প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের মারধর করে এবং প্রাইভেটকার ভাঙচুর করে সঙ্গে থাকা মালামাল লুটপাট করে। ডাকাতির সময় ডাকাতদের প্রত্যেকের হাতে ছিল তিন-চার ফুট লম্বা রামদার মতো দেশীয় অস্ত্র। তারা যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে সড়কের পাশের ধানক্ষেতের অন্ধকার দিয়ে পালিয়ে যায়। ডাকাতির সময় প্রাইভেট কারের অন্তত ০৪-০৫ জন আহত হয়। ডাকাতির পর পরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়, মামলা নং-১, তারিখ-৫/১০/২৫ খ্রি. ।

এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিকনির্দেশনায় গত ০৬ অক্টোবর ২০২৫ খ্রিঃ,বিকাল ১৭.৩০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ২টি পৃথক অভিযান করে “সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায়” ০২ জন সন্দিগ্ধ আসামি গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে আসামি মোঃ বাবু (৩৪), এর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতা করার অপরাধে ১৫ টি মামলা এবং সাহা (২৯) এর নামে ০৩ টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ বাবু (৩৪), পিতা-রহম আলী শেখ, সাং-মোহনপুর ২। সাহা (২৯), পিতা-সহিদ, সাং-নতুন সয়দাবাদ সর্ব থানা- সিরাজগঞ্জ সদর, জেলা- সিরাজগঞ্জ ।

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতুু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

|